ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় মটর সাইকেল ওমটর চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার খাসপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল (৪২)। নিহত, ভ্যানযাত্রী ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী জান্নাতুল মাওয়া (২৫), নিহত ব্যক্তির বন্ধু মটর সাইকেল চালক রেজাউল করিম বাবু (৪৩),ও অপর মটর সাইকেল চালক ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের সলেমান মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (৩২) আহত হয়। নিহতের লাশ ডুমুরিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে উপ- পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে বলে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তরত চিকিৎসক জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানান,সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ফায়ার ব্রিগেড অফিসের সামনে চুকনগরগামী একটি দ্রুতগামী মটর সাইকেল প্রথমে একিট মটর চালিত ভ্যানের পেছনে ধাক্কা দেয় । এতে ভ্যানের যাত্রী জান্নাতুল মাওয়া আহত হয়। এসময় মটর সাইকেল টি নিয়ন্ত্রন বিপরিত দিকথেকে আসা আর একটি মটর সাইকেলে ধাক্কা দেয়। এ মসয় উভয় যানের ৩ যাত্রী রাস্তায় ছিটকে পড়ে আহত হয় ।আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যর চিকিৎসক আহত ইব্রহিম মন্ডলকে মৃত বলে ঘোষনা করেন।