এইচ এম সাগর (হিরামন) :
গণঅধিকার পরিষদ শরাফপুর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর ২০২৪,শুক্রবার সন্ধায় শরাফপুর ইউনিয়ন শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পরিষদের খুলনা জেলা সভাপতি জি এম আজিজুল ইসলাম।
শরাফপুর বাজারের প্রাণকেন্দ্রে অফিস উদ্বোধন করেন গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পেশাজীবি অধিকার পরিষদের এড. খালিদ হোসেন (সোহাগ)। খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাবিক্ষর রহমান শুভ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বিলাল হোসেন। বক্তৃতা করেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, সহ মানবাধিকার সম্পাদক ফাতেমাতুজ জোহরা রেসা, যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ, পেশাজীবী অধিকার পরিষদের গণমাধ্যম সম্পাদক রোকনুজ্জামান, পেশাজীবী পরিষদের সদস্য মোঃ সোহাগ মোলা, খুলনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ মাইনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোল্লা রবিউল ইসলাম রবি, খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাবিক্ষর রহমান শুভ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ রাজু হাওলাদার, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মুন্না, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লার হাওলাদার, মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন, মহানগর গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড. খালিদ হোসেন সোহাগের নেতৃত্বে দিনব্যাপী শতাধিক মোটর সাইকেল ও দলীয় প্রতীক ট্রাক নিয়ে খুলনা সংসদীয় আসন খুলনা ৫ (ডুমুরিয়া, ফুলতলা) প্রার্থিতা ঘোষণা পরবর্তী দলীয় প্রচার প্রচারণা চালানো হয়।