জি আব্দুস সালাম, ডুমুরিয়া খুলনা :
খুলনার ডুমুরিয়ায় দুটি খুচরা সারের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে ৪৮৩ বস্তা সার জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার চুকনগর বাজারে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তীর নেতৃত্বাধীন উক্ত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখা ও বিক্রির দায়ে চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের খুচরা সার বিক্রেতা জাহিদুল ইসলাম সোহাগকে ১০ হাজার টাকা জরিমানা এবং ৩৭৪ বস্তা সার জব্দ করা হয়। এছাড়া সাতক্ষীরা রোডের খুচরা ব্যবসায়ী সুকর্ন ঘোষের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০৯ বস্তা সার জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমীন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন ও ডুমুরিয়া থানা পুলিশের এস আই আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।