সর্বশেষ:

dumuriya ak college pora chatro gulibiddho

ডুমুরিয়া এক কলেজ পড়ুয়া ছাত্র গুলিবিদ্ধ

dumuriya ak college pora chatro gulibiddho
Facebook
Twitter
LinkedIn

ডুমুরিয়া প্রতিনিধি

কফি হাউজ থেকে কফি খেয়ে মটর সাইকেল চড়ে বাড়ী ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নাইম সানা (১৯) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে । আহত ছাত্র উপজেলার মইখালী গ্রামের খোশদেল সানার ছেলে ।এব্যাপারে সোমবার রাতে ডুমুরিয়া থানায় তার পিতা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে মামলার এজাহারে অজ্ঞাত সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে বলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা নিশ্চিত করেন।

সুত্র জানান,সোমবার সন্ধ্যায় ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া এলাকার কফি হাউজ থেকে কফি খেয়ে নিজ মোটরসাইকেল আর ওয়ান ফাইভ চড়ে বাড়ি ফিরছিল।

শরাফপুর বাজারে এলাকায় শাহিনুর শেখের অটো রাইস মিলের কাছে আসলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মোটরসাইকেলে নাসিম নামে তারে বন্ধ ছিল। গুলি তার পেটে লাগে। এ সময় সে আহত হয়ে রাস্তায় পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একটি অসমর্থিত সূত্র জানান প্রেম ঘটিত কারণে এ ঘটনা নিজেদের বন্ধুদের মধ্যে ঘটেছে বলে শত্রু জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana