ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে১১ টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন ডুমুরিয়া থানা পরিদর্শন (তদন্ত)আ কতারুজ্জামান লিটন, হরিণটানা থানার উপ পরিদর্শক মল্লিক মনিরুজ্জামান, খর্নিয়া হাইওয়ে আনার উপপরিদর্শক কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি প্রতিনিধি নিরুপম রায়, ৯ নম্বর সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান,ডুমুরিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়কফরহাদ হোসেন, সদস্য সচিব আব্দুল মালেক, জামাত নেতা মাওলানা হাবিবুর রহমান, গুটুদিয়া ইউনিয়ন জামাতের সেক্রেটারি ফরিদ হোসেন,সাংবাদিক এম এ এরশাদ, রুহুল আমিন প্রমুখ।
সভায় ছাত্র শিবিরের আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ অনেকেই সভায় উপস্থিত ছিলেন।
সভায় ডুমুরিয়া ১১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বক্তব্য দেয়ার শুরুতে উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্ধ উচ্চারণ করায় সভায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্ররা টেবিল চাপড়িয়ে চেয়াম্যানেন বক্তব্য বন্ধ করে দেয়।
এতে সভায় কিছুটা অসস্থিকর পরিবেশ সৃষ্টি হয়। ছাত্ররা ফ্যাসিষ্ট সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও নিষিদ্ধ আওয়ামীলীগ ওছাত্রলীগের নেতা কর্মীদের গ্রেফতারের দদাবী করেন।
সভায় সরকারী নদী খাল আওয়ামী ফ্যাসিষ্টদের কবল থেকে মুক্ত করার দাবী করা হয়।