প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
ডুমুরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সংবর্ধনা

ডুমুরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃরফিকুল ইসলামের অবসরগ্রহণ উপলক্ষে কলেজ শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথকভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বিষ্ণুপ্রসাদ মল্লিকের সভাপতি তেওসহকারী অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় দুপুরে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অনিন্দ্য সুন্দর মণ্ডল, সত্য রঞ্জন বারুরি,মোঃ নুরুল ইসলাম খান, মোফাজ্জেল হোসেন গাজী মোঃ,শিশির কুমার সিংহ, বিধু ভুষণ সরকার, মোঃ শহিদুল ইসলাম গাজী,সালেহা খাতুন, রাহেলা আক্তার, চন্দনা বিশ্বাস, মোঃশফিকুল ইসলাম গাজী, এস,এম,হাফিজুর রহমান (শিক্ষকপ্রতিনিধি) প্রমুখ। বক্তারা বলেন ডুমুরিয়া কলেজে ২৮ বছর শিক্ষকতার পর তিনি অবসর জীবনে চলে গেলেন।
দীর্ঘদিন একসাথে চলায় এ বিদায় অনেক কষ্টের ও বেদনা দায়ক।অনেকেই তাদের সংক্ষিপ্ত বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিদায় অনুষ্ঠানে থাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা পৃথকভাবে তাদের প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান।
Copyright © 2025 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.