
রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলার মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর সার্বজনীন শ্রী শ্রী দয়াল হরি মন্দির কর্তৃক আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে শ্রী শ্রী মহানামের উচ্চারণ, ( নাম কীর্তন) হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তরা ভক্তি ভাবনায় অংশ নেন। ২ দিন ব্যাপী চলা এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ৮টি নাম সংকীর্তনীয় দল অংশগ্রহণ করে। এতে ভক্ত বৃন্দের ধর্মীয় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। তারকব্রাহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হকের পক্ষে মোঃ কাজী মুদ্দীন কাজী, গণমাধ্যম কর্মী মোঃ জাকি উল্লাহ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
কাজী মুদ্দীন কাজী বলেন তারকব্রাহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান হলো, শান্তি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতেই নিয়মিতভাবে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উক্ত তারকব্রাহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি কার্তীক চন্দ্র কর্মকার বলেন। , সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। উপদেষ্টা বিধান চন্দ্র মাহাতো বলেন, তারকব্রাহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি জনপ্রিয় ধর্মীয় উৎসব, যেখানে হরিনাম সংকীর্তন (অষ্টকাল বা ৮ প্রহরে ভাগ করা) পরিবেশনের মাধ্যমে বিশ্ব শান্তি ও জীবের কল্যাণ কামনা করা হয়।
আরেক উপদেষ্টা সিবেন চন্দ্র মাহাতো বলেন এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের সার্বিক সফলতায় সহযোগিতা করেন এবং তিনি সকল ভক্তবৃন্দকে সেবা (নিরামিষ ভোজন) গ্রহনের জন্য অনুরোধ করেন। সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান ঘিরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।