পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় পৌরসদরস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বাংলা ৯ বৈশাখ, ২২ এপ্রিল সন্ধ্যায় যজ্ঞের শুভ অধিবাস হয়।
১০-১১ বৈশাখ বুধ ও বৃহস্পতিবার দু'দিনব্যাপী অহরাত্র নাম সংকীর্ত্তনসহ প্রসাদ বিতরণ, শুক্রবার ভোরে কুঞ্জভঙ্গ ও সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে নামযজ্ঞের সমাপ্তি ঘটবে। কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী,সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার বিশ্বাস ও কোষাধ্যক্ষ প্রনব সরদার জানান, সার্বজনীন এ মহানামযজ্ঞে ঢাকা,খুলনা,সাতক্ষীরা, মানিকগঞ্জসহ দেশ বরেণ্য কীর্ত্তনীয়রা নামামৃত পরিবেশন করেন। এছাড়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাসহ ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।