
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নাম ব্যবহার করে দলের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ উঠেছে। দিদারুল ইসলাম নামে জৈনক ব্যক্তির বিরুদ্ধে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন অভিযোগ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক।
তিনি রোববার নিজ স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করেছেন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে দীর্ঘদিন সুনাম অক্ষুণ্ণ রেখেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। ৫ আগস্টের পর ফ্যাসিস্টের কিছু দোসর দলের সুনাম নষ্ট করতে কিছু নেতার উপর ভর করার চেষ্টা করছে। দিদারুল ইসলাম নামে এক ব্যক্তি ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। অথচ সে দলের কেউ নয়, আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহবায়কদ্বয় সহ দলের কেউ এর দায় নিতে পারিনা।
এব্যাপারে সংগঠনের জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দলের সবাই কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা কমিটির সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক।