৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কন্যাসন্তানের মা হয়েছেন এই তারকা দম্পতি। মা হওয়ার পর এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি দীপিকা। এবার দীপিকা-রণবীরের সন্তানকে দেখতে গেলেন শাহরুখ খান।
শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দীপিকার সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। তাই তিনি যে সুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যাবেন, সেটা অনুমিতই ছিল।শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনএএফপি গতকাল রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে দীপিকার মেয়েকে দেখতে যান শাহরুখ। হাসপাতালের সামনে শাহরুখের গাড়ি থেকে নামার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে হাসপাতালে ঢোকা বা বের হওয়ার সময় অভিনেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
গত রোববার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একটি পোস্টের মাধ্যমে তাঁদের মেয়ের আগমনের কথা জানান। এর আগের দিন সন্ধ্যায় দীপিকা পাড়ুকোনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রীকে তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল।
সূত্র: প্রথম আলো