বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার সদরে থানার অদূরে খৈয়ে তলার মোড় নামক এলাকায় দিনে-দুপুরে আবারও ফিল্মি স্টাইলে ছিনতাই সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে,সোমবার বেলা সাড়ে চারটার দিকে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,উপজেলা বাজার সদরের অবঃ কৃষি ব্যাংক কর্মকর্তা সুভাষ মন্ডলের স্ত্রী কনিকা রানী মন্ডল বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী প্রেমকানন রোডস্থ তার ননদের বাসায় যাচ্ছিলো।ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী দ্রুত গতিতে এসে সাইকেলের পিছনে থাকা দুষ্কৃতকারী কনিকা মন্ডলের গলায় হাত দিয়ে প্রায় ১ ভরি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে তার কানে থাকা কানের দুল ছিনিয়ে নিতে গেলে ছিনতাইকারীদের সাথে তার ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে কনিকা মন্ডল পার্শ্ববর্তী খালের হাবড়ের ভিতর পড়ে গেলে সে আত্মচিৎকার দেয়।আত্মচিৎকারে আশপাস এলাকার লোকজন ছুঁটে আসার আগেই মোটরসাইকেল যোগে অতিদ্রুত গতিতে ছিনতাইকারীরা শহীদ জ্যোতিষ আজিজ মহাসড়ক দিয়ে বারোআড়িয়া অভিমুখে পালিয়ে যায়। দফায় দফায় থানার ২/৩ কিলোমিটার অদূরে দিনে-দুপুরে একের পর এক ছিনতাই সংঘটিত হওয়ায় উপজেলা ব্যাপি ছিনতাই রুপি ডাকাতির মতো ঘটনা ঘটছে বলছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। ভুক্তভোগী পরিবারের বক্তব্য আমরা কোন ঝামেলায় জড়াতে চাই না।
পুলিশের একটি সূত্র বলছে ভুক্তভোগী অভিযোগ না দিলে আইনগত কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। একজনকে সন্ধ্যামূলক আটক করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ না পেলে তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। থানার অফিসার ইনচার্জ (ওসি)র মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি