সর্বশেষ:

dhanibuniya poltri agro farm o chun factory bondher dabi

খুলনা ডুমুরিয়ায় পোলট্রি, এগ্রো ফার্ম ও চুন ফ্যাক্টরী বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

dhanibuniya poltri agro farm o chun factory bondher dabi
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি,খুলনা :

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া এস এস ইন্টারন্যাশনাল এগ্রো ফার্ম ও চুন ফ্যাক্টরি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১৭ ই জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া এলাকায় সাধারণ মানুষ এ মানববন্ধনের ডাক দেয়।

ভূক্তভোগী এলাকাবাসী জানায়, এখানে গড়ে ওঠা এগ্রো ফার্ম ও চুন ফ্যাক্টরীর নির্গত বর্জ্য ও বিষাক্ত পানিতে প্লাবিত হয়ে ধানিবুনিয়া টু ঘোনাবান্দা অভিমুখের পিচের রাস্তাটি ডুবে গেছে। এ ফ্যাক্টরির নির্গত দুর্গন্ধময় পানির কারণে বহুমানুষ বছরের পর বছর নানাবিধ রোগে আক্রান্ত হয়ে জটিল শারিরীক সমস্যায় ভূগছেন । এ বিষয়ে বিভিন্ন সময়ে ফার্ম মালিকের নিকট

dhanibuniya poltri agro farm o chun factory bondher dabii

জানালেও তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে গেছেন, এমনকি বিগত সরকারের আমলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী। ফলে মানব বন্ধনে অংশ গ্রহনকারী স্থানীয় সর্বস্তরের সাধারন মানুষসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এ এগ্রো ফার্মটি বন্ধের দাবী করেছেন কর্তৃপক্ষের নিকট। এ মানব বন্ধনে বক্তব্য রাখেন ১০ নং ভান্ডার পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান

মোল্লা কবীর হোসেন,প্যানেল চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন আহমেদ, অব:অধ্যাপক অনিন্দ্য মন্ডল, ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক অংশুপতি বৈরাগী, সিনিয়র সহ সভাপতি প্রনব রায়,স্থানীয় ইউপি সদস্য সুবির কান্তি রায়, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শ্যামল গোলদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা প্রানী সম্পদ অফিসার মোঃ আশরাফুল কবীর। গ্রামীণ পরিবেশের মধ্যে পোল্ট্রী, এগ্রো ফার্ম ও চুন ফ্যাক্টরী বন্ধের দাবীতে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। মানব বন্ধন শেষে শেষে গণমাধ্যম কর্মীরা অভিযুক্ত স্হান পরিদর্শনে যান। সেখানে দেখা যায় ফার্মের গোবর দিয়ে বায়োমেট্রিক গ্যাস তৈরি হচ্ছে এবং ফার্মের বজ্য পানি ফার্মের পুকুরে যাচ্ছে। ফার্মের সামনের রাস্তা কিছু অংশ নিচু থাকায় সেখানে পানি জমে গেছে।

সেখানে রাস্তার দুপাশ দিয়ে ভেড়ি দেওয়া রয়েছে । সার্বিক বিষয় অভিযুক্ত ফার্মের প্রোপাইটর জি এম শফিকুল ইসলাম বলেন,আমি এই প্রতিষ্ঠানটা করেছি ব্যবসা করার জন্য এবং মানুষের সেবা করার জন্য। আমি চাইনা আমার জন্য অন্য মানুষের ক্ষতি হোক। ফার্মের সামনের রাস্তায় পানি জমে আছে এটা সঠিক। তবে পানি নিস্কাসনের জন্য এলাকাবাসী যে সিদ্ধান্ত নেবে,আমি তাদের সাথে একমত। সে জন্য প্রয়োজনে সব ব্যবস্হা আমি করবো।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana