মোখলেসুর রহমান মাহিম (নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)
আধুনিক সমাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তথ্য বিনিময় ও সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি বিভিন্ন গুজব, অপপ্রচার, কুতথ্য ইত্যাদি নেতিবাচক প্রভাব ফেলছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভাগটির সহকারী অধ্যাপক মো: মাসুদুর রহমান এর পরিচালনায় কুতথ্য থামাও, জীবন বাঁচাও, দেশ বাঁচাও বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনভাবে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, কোনো বিষয় সম্পর্কে অসম্পূর্ণ জ্ঞান নিয়ে কাউকে খারাপ ও কুরুচিপূর্ণ মন্তব্য না করা, গুজব থেকে সাবধানতা ইত্যাদি বিষয়ে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য প্রকাশ করা নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মাসুদুর রহমান বলেন, 'সামাজিক মাধ্যমে যেকোন তথ্য শেয়ার করার আগে যাচাই করতে হয়, যেটি অনেকেই করিনা। কোন নিউজ বা ভিডিও সবার আগে শেয়ার করতে পারলেই যেন স্বার্থকতা, অনেকেই এটা মনে করে। তারা ভাবে শেয়ার না করলে যদি মিস হয়ে যায়, সবার মাঝে ফিয়ার অফ মিসিং আউট বা FOMO কাজ করে। এর মাধ্যমে কুতথ্য ছড়িয়ে পড়ে।'
তিনি আরোও বলেন, 'অনেককে সামাজিক মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান, জেন্ডার বা ধর্ম নিয়েও বাজে কমেন্ট বা পোস্ট করতে দেখা যায়। অবচেতন কিংবা সচেতনভাবেই তারা এটি করে থাকে। এসবের কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করা যেন তাদের মাধ্যমে কুতথ্য আর ঘৃনা বক্তব্য না ছড়ায়।'