
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার দানবীর মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বিকালে চেচুয়াস্থ মরহুমের কবর জিয়ারত শেষে রুহের মাগফিরাত কামনায় আলহাজ্ব রইচ উদ্দিন আদর্শ নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন মরহুম ফসিয়ার রহমানের পিতা আলহাজ্ব রইচ উদ্দিন মিস্ত্রি, ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, সাফওয়ান, নুরুল হক মিস্ত্রি, জিএম রশীদুজ্জামান, আলহাজ্ব এসএম নাজমুল হক, আলহাজ্ব এসএম শাহজাহান আলী, আলহাজ্ব আপিল উদ্দিন, হাফেজ ফসিয়ার রহমান, মুজিবর রহমান মিস্ত্রি, আব্দুস সাত্তার বিশ্বাস, হাফেজ আল মামুন, মাওলানা খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, মুজিবর রহমান, শহিদুল ইসলাম, জাভেদ মিস্ত্রি, ছাত্র হাফেজ আজমীর হোসেন, ইমন, রাকিবুল ও শিহাব উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে সবুজ মৎস্য খামারের ম্যানেজার বিশ্বজিৎ সরকার উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুম ফসিয়ার রহমান উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ২০১৬ সালের ১১ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।