
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
ডেইলি অবজারভার পত্রিকার খুলনা তেরখাদা উপজেলা প্রতিনিধি এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ১৬ জুলাই সকাল ৮ টায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ আসর তেরখাদা সরকারী ইখড়ী কাটেংগা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে কাটেংগা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি এক মেয়ে , স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দি ডেইলি অবজারভার পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি সৈকত মোঃ সোহাগ, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি এস এম মোস্তাফিজুর রহমান,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ, রূপসা উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দাকোপ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সোহাগ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি এস,এম,আলাউদ্দিন সোহাগ এবং কয়রা উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনু ।