
পাইকগাছ (খুলনা) প্রতিনিধি
চার বেহালার পালকি, পরনে কালো শেরওয়ানি, মাথায় পাগড়ি পরে শতাধিক বরযাত্রী নিয়ে নববধূকে আনতে যাচ্ছেন বর। গ্রাম বাংলার হারানো এই ঐতিহ্য হঠাৎ দেখতে পেয়ে এলাকার মানুষজন যেমন হয়েছেন অবাক তেমনি পেয়েছেন আনন্দ।
শুক্রবার (৮ আগষ্ট) এমন দৃশ্য দেখা গেছে, খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে। বর রায়হান দাদার ইচ্ছা পূরন করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। জানা যায়, বর মোঃ রায়হান ইসলম পাইকগাছার আলমতলা গ্রামের জিনারুল সানার ছেলে। কনে আজমিরা খাতুনের বাড়িও একই এলাকায়। তিনি মৃতঃ জলিল মিস্ত্রির মেয়ে। বিয়ের দাওয়াতে যাওয়া বরের বন্ধু মোঃ হাছান সহ অনেকেই জানান, পালকি একটি পুরনো ঐতিহ্য। এই যুগে বিয়েতে সচরাচর বাস-মাইক্রোবাস, হেলিকপ্টারসহ আধুনিক বাহন দেখা যায়। কিন্তু রায়হানের বিয়ে পালকি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। বিষয়টি সবাইকে মুগ্ধ করেছে। বর রায়হান গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের প্রত্যেকটি আনুষ্ঠানিকতাই ছিল জাঁকজমকপূর্ণ।
বরের দাদা রহমত আলী সানা বলেন, আমরা ছয় ভাই, ছয় ভাইয়ের প্রথম পোতার বিয়ে পালকিতে দিব বলে আশা ছিল তাই এই উদ্যোগ নিয়েছি। পালকি গ্রাম বাংলার একটি হারানো ঐতিহ্য। এ প্রজন্ম পালকির নাম শুনলেও চোখে দেখেনি। হারানো ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। বর মোঃ রায়হান ইসলাম বলেন, দাদার ইচ্ছে ছিল একমাত্র নাতির বিয়ে হবে পালকিতে করে। তাছাড়া কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্য পালকি বিলুপ্ত হয়ে গেছে। দাদার ইচ্ছে পূরণ এবং হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মূলত এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।