সর্বশেষ:

daba champion khulnar oritri ghosh pushpok

দাবা অনুর্ধ-১৮ চ্যাম্পিয়ন খুলনার অরিত্র ঘোষ পুষ্পক

daba champion khulnar oritri ghosh pushpok
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর হিরামন :

প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া সংস্হার বাস্তবায়নে তারন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ইয়ুথ দাবা (অনুর্ধ-১৮) চ্যাম্পিয়ন শিপে অপরাজিত জেলা চ্যাম্পিয়ন শিপ ধরে রেখেছে বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র অরিত্র ঘোষ পুষ্পক।

daba champion khulnar oritri ghosh

গতকাল শনিবার জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে সকাল ৯ টা থেকে শুরু হওয়া দিনব্যাপি এ প্রতিযোগিতায় অরিত্র ১ম রাউন্ডে পর্যায় ক্রমে মেহেরপুর ও যশোর জেলাকে হারিয়ে ধারাবাহিক অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন, বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ বেলাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাঃ পার্থ প্রতীম মন্ডল, সাবেক জাতীয় দাবা খেলোয়াড় জয়নুল আবেদীন সাগর ও ফিদে মাষ্টার ইউনুস হাসান। খেলায় মূখ্য বিচারকের দ্বায়িত্ব পালন করেন জাতীয় দাবা বিচারক কাজী আব্দুল্লাহ শাকিল।

অরিত্র ঘোষ ২০১৭ সালে জাতীয় শিশু পুরষ্কার দাবাতে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় মেডেল প্রাপ্তি সহ জাতীয়, বিভাগ ও জিলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও যুগ্ম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। বিভাগীয় রানার্স আপ হয়েছে যশোর জেলার বাঁধন রহমান। অরিত্র ঘোষ দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক কালের কন্ঠ ও দি নিউজ টাইমস এর সাংবাদিক প্রতাপ ঘোষ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস’র একমাত্র পুত্র। অরিত্র আগামী ৯ ফেব্রুয়ারী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন শীপ নিয়ে খুলনার হয়ে লড়তে ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্দেশ্যে রওনা দিবে। অরিত্র সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana