বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ কোস্ট গার্ড এর বোট বটিয়াঘাটা বাজার সংলগ্ন ঝবঝাবিয়া নদী দিয়ে দ্রুতগতিতে যাওয়ার কারনে নদীর তীরবর্তী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস এর ভিতর প্রচন্ড গতিতে তুফানের পানি ঢুকে ক্ষতি সাধন হয়। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রক্ষা ভেড়িবাঁধ গুলো।
স্থানীয় ব্যবসায়ীরা এ ব্যাপারে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন । তারা বলেন, এত দ্রুত গতিতে বোটটি যাওয়ার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পানি ঢুকে ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বোটটি একটু আস্তে গেলে আমাদের বেশি ক্ষতি হয় না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বটিয়াঘাটা বাজার ব্যবসায়ী সহ সচেতন মহল। ২৫ আগস্ট ২০২৫, সোমবার, নদী দিয়ে বোটটি যাওয়ার সময় ছবিটি তোলা হয়