সর্বশেষ:

city bank er brikkhoropon kormosuchi

পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিটি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি-

city bank er brikkhoropon kormosuchi
Facebook
Twitter
LinkedIn

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

সবুজের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠলো গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক ক্ষয়ক্ষতি পূরণ এবং নতুন প্রজন্মকে সবুজের প্রতি অনুরাগী করে তুলতেই সিটি ব্যাংকের উদ্যোগে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির।

রোববার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনটি যেন এক ভিন্ন মাত্রা যোগ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা আর অতিথিদের উৎসাহ—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে অনুপ্রেরণার।

city bank er brikkhoropon kormosuchii

এই দিনে আম, লিচু, আমড়া, মাল্টা, নিম, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ, ঔষধি ও কাঠের চারা রোপণ করা হয়। প্রতিটি চারাই যেন ভবিষ্যতের সবুজ পৃথিবীর প্রতীক হয়ে বিদ্যালয় আঙিনায় নতুন স্বপ্ন বুনে দিল।

আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি সিটি ব্যাংকের রংপুর বিভাগীয় এজেন্ট ব্যাংকিং শাখার রিজিওনাল ম্যানেজার মোনিবুর রহমান কাজল। তিনি বলেন— “বৃক্ষ শুধু ছায়া দেয় না, প্রাণ দেয়। আজকের শিক্ষার্থীদের হাতে যে চারা তুলে দিচ্ছি, সেটিই একদিন হবে সুস্থ পৃথিবীর ভরসা।” এসময় উপস্থিত ছিলেন রংপুর শাখার এরিয়া ম্যানেজার হাসান মাহাবুব, গাইবান্ধা শাখার মনিটরিং অফিসার শাহরিয়ার ইসলাম এবং পলাশবাড়ী শাখা ম্যানেজার সাদেকুর রহমান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা একসঙ্গে চারা রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের চোখেমুখে ছিল আনন্দ, দায়িত্ববোধ আর ভবিষ্যতের জন্য কিছু করার প্রত্যয়। এমন উদ্যোগ শুধু বিদ্যালয়েই নয়, প্রতিটি পরিবার ও সমাজে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা সকলের। সবুজ গাছের ছায়ায় ভরপুর হয়ে উঠুক আমাদের প্রিয় পৃথিবী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana