মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ছোট ভাইয়ের জমি দখল করে নিয়েছে বড় ভাই বলে এ রকম অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ছোট ভাই আলাউদ্দিন তালুকদার।
মঙ্গলবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে পূর্বসরালিয়া গ্রামের ভুক্তভোগী আলাউদ্দিন তালুকদার অভিযোগ করে বলেন, তার পিতা মৃত মমিন উদ্দিন তালুকদার ও চাচা মৃত মো. হামেজউদ্দিন তালুকদারের ১৯৯০ সালের হেবা দলিল সূত্রে ৭৩ শতক জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। নব্বইরশী বাসষ্টান্ডে বালুর মাঠ সংলগ্ন সেখানে পাকা ইমারত তিন তলা ভবন ও দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন।
আলাউদ্দিন তালুকদারের আপন বড় ভাই আমির আলী তালুকদার সম্প্রতি তার লোকজন দলীয় প্রভাব খাটিয়ে গত ৫ আগষ্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে তার দলিলকৃত জমির ওপরে লোভবসত হইয়া জোরপূর্বক একটি অংশ দখল করে নেয় এবং বাকি জমি ও দখলে নেওয়ার জন্য পায়তারা করে আসছে। এমনি কি তার পরিবারকে এলাকা ছাড়া করার জন্য ভয়ভীতি হুমকি দিয়ে আসছেন।
তারা ভয়ে গোটা পরিবার এখন আতঙ্কে রয়েছেন। অভিযোগে তিনি আরও বলেন আমির আলী তালুকদার এলাকার একজন প্রভাবশালী তার বংশের একাধিক লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময়ে হয়রানি করছে। তারই আপন ছোট ভাই হয়েও তিনি নিজেও তার মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে রেহাই পাননি। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী আলাউদ্দিন তালুকদার তার বড় ভাইয়ের দখলদারিত্ব ও অত্যাচারের হাত রক্ষা পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।