সর্বশেষ:

chor sindicat chokrer sodosso atok

বটিয়াঘাটায় জনতার হাতে চোর সিন্ডিকেট চক্রের ৪ সদস্য আটক

chor sindicat chokrer sodosso atok
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

মঙ্গলবার সকালে বিভিন্ন পত্রিকায় বটিয়াঘাটার পল্লীতে চোরের উপদ্রব বৃদ্ধি সংবাদ শিরোনাম প্রকাশিত হলে নড়ে চড়ে বসে থানা পুলিশ ও এলাকাবাসী। পরে স্থানীয় জনতা সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সুন্দরমহল এলাকা থেকে চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো সুন্দরমহল গ্রামের শাহারুল মোড়লের পুত্র মোঃ তুহিন মোড়ল (২১), ইব্রাহিম গাজীর পুত্র মো: তরিকুল মোড়ল (১৭) ও মো: শান্ত গাজী। এসময় তাদের কাছ থেকে মৎস্য আড়তের ওজন পরিমাপক বাটখারা ৮ পিচ উদ্ধার করে। বাকি চুরি হওয়া মালামাল বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছে আটককৃতরা। পরে এলাকাবাসি তাদেরকে বারোআড়িয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana