সর্বশেষ:

chor sendicater dui sodosso greftar

আন্তঃজেলা চোর সিন্ডিকেটে’র দু’সদস্য গ্রেপ্তার

chor sendicater dui sodosso greftar
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় দু’টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের দু’সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

থানা পুলিশ জানিয়েছেন, বুধবার দুপুরে উপজেলার কাটিপাড়া বাজারস্থ উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে দু’টি মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কাটিপাড়া’র মৃতঃ শাহামত গাজীর ছেলে আব্বাস ওরফে রনি গাজী (৩৩), সাতক্ষীরা’র আশাশুনি থানার বড়দল বাইনতলার মৃতঃ আহম্মদ সানার ছেলে আনারুল ইসলাম (২৫)কে আটক করে। এ সময় দু’যুবকের কাছে থাকা দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ বলছেন, দু’টি মোটরসাইকেলই চোরাই। ধৃতরা খুলনা শহর থেকে চুরি করে এনেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতার দু’যুবক আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেট’র সক্রিয় সদস্য। তিনি আরোও বলেন, এরা বিভিন্ন এলাকার মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করেন। এ ঘটনায় রাড়ুলী ক্যাম্প পুলিশের আইসি খায়রুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চুরি’র মামলা করেছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana