ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় সোমবার রাত দশটার দিকে ছিনতাইকারীদের অপুর্য পরি ছুরিকাঘাতে রাসেল গাজী (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।তিনি উপজেলার খর্নিয়া বাজারে প্রাণ গ্রুপের ডিলার নাফিজ এন্টারপ্রাইজে ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করতেন।
নাফিস এন্টারপ্রাইজে স্বত্বাধিকারী কাসেদ মোড়ল জানান, সোমবার সকাল আটটার দিকে খর্নিয়া বাজারথেকে প্রায় লক্ষাদিক টাকার বিভিন্ন প্রকার মনোহারী মালামাল করিমন গাড়িতে নিয়ে উপজেলার শরাফপুর এলাকায় ডেলিভারি দিতে রওনা হয়।এ সময় তার সাথে সহযোগী হিসেবে খর্নিয়া গ্রামের জহুরুল সরদার ছেলে শাহিন সরদারকে (১২) সাথে নিয়ে রওয়ানা দেয়। রাত দশটার দিকে শাহিন মোবাইল ফোনে জানান খুলনা সাতক্ষীরা সড়কে খর্নিয়া বাজারের কাছাকাছি আলতাফশেখের বাড়ির সামনে দুইজন মোটরসাইকেল আরোহী আমাদেরকে আটক করেছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেই। কিছুদূর যেতে দেখতে পাই শাহীন করিমন চড়ে বাজারের দিকে যাচ্ছে। সে আমাকে জানায় রাসেলকে তারা নাটক রেখে মারধোর করছে। আমি দ্রুত এগিয়ে গিয়ে দেখি রাসেল রাস্তার ওপর পড়ে আছে। তার সমস্ত শরীর রক্তে ভেজা।
এ সময় তাকে নিয়ে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এ সময় তার বুকের বাম পাশে শরীর আঘাত সহ সমস্ত শরীরে কুড়ি বাইশটি আঘাতের চিহ্ন দেখা যায়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ এম এ হক জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মা শাহীনারা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।