সর্বশেষ:

chingri gher dokholer chestar ovijog

চিংড়ি ঘের দখল চেষ্টা’র অভিযোগে থানায় মামলা

chingri gher dokholer chestar ovijog
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় মারপিট করে চিংড়ি ঘের দখল চেষ্টা’র অভিযোগে থানায় মামলা হয়েছে। ১ মার্চ পৌরসভার সরলের মৃতঃ মতলেব সরদারের ছেলে ঘের মালিক মো, শাহিন সরদার বাদি হয়ে থানায় এ মামলাটি করেছেন, যার নং-১। মামলায় দেলুটির সামছুর গাজীর ছেলে আরিফ গাজী (৩৫) মৃতঃ বারিক শেখের ছেলে কুদ্দুস শেখ (৩০) হানিরাবাদের মৃতঃ ছালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৪২) সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়েছে।

এদিকে বাদির পরিবারের অভিযোগ থানায় মামলার পর শনিবার সকালে এ মামলার আসামীরা আবারও ঘের দখল চেষ্টা’র পায়তারা করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। থানার মামলা সুত্রে জানাগেছে, উপজেলার দেলুটি মৌজায় ঘের মালিক শাহিন সরদারের পরিবার পৈত্রিক সুত্রে এসএ-৩১ খতিয়ানের ১১৯১, ১১৯২, ১১৯৩ দাগে ২৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে চিংড়ি ঘের করে আসছেন। বাদির অভিযোগ প্রতিপক্ষরা বহিরাগত লোকজন নিয়ে ৫ বিঘা জমি ডিডের অজুহাতে গত ২৭ ফেব্রæয়ারি সকালে লাঠিসোটাসহকারে অবৈধভাবে আমার ঘেরে প্রবেশ করে বাঁধ দিয়ে দখল চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে দুর্বৃত্তরা ঘেরের ক্ষয়ক্ষতি করে সাগর দাশ ও বাদশা গাজী নামে দু’জনকে মারপিট করে আহত করে। জানাগেছে, প্রতিপক্ষরা ইতোপুর্বে দখল চেষ্টা করলে ঘের মালিক শাহিন সরদারের পরিবার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ডাঃ আঃ মজিদ এর কাছে অভিযোগ করলে তিনি দু’সদস্যের তদন্ত টিম গঠন করে প্রতিবেদন দিতে বলেন। ২০ ফেব্রæয়ারি তদন্ত কমিটির জামিলুর রহমান রানা ও মেছের আলী সানা সংশ্লিষ্টদের নিয়ে সরেজমিনে তদন্ত সম্পন্ন করেন।

তদন্ত কমিটি কাগজপত্র পর্যালোচনা দৃষ্টান্তে প্রতিবেদনে উল্লেখ করেন, নালিশী সম্পত্তির বৈধ মালিক শামিম হোসেনের পরিবার। আরিফ গংরা বেআইনি ভাবে বেঁড়িবাঁধ নির্মান করছে। তবে আরিফ গাজী জানান, আমি ছালাম হাওলাদার গংদের কাছ থেকে ডিড নিয়ে ঘেরে বাঁধ দিয়েছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আয়ুব আলী জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana