সর্বশেষ:

chatroder-dayer-kora-mamlay-pach-joner-rimand-monjur

ছাত্রদের দায়ের করা মামলায় ৫ জনের রিমান্ড মঞ্জুর

chatroder-dayer-kora-mamlay-pach-joner-rimand-monjur
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি  

খুলনার পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় ৫ জনকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি আর ১১৭/২৪ মামলায় ৫ জনের রিমান্ড শুনানী হয়। রিমান্ড শুনানি শুনানি শেষে বিজ্ঞ আদালত (১) রমজান সরদার (২) সাগর বিশ্বাস (৩)জাহাঙ্গীর গোলদার (৪) রবিউল ইসলাম গাজী ও (৫) আজাদ গাজী কে বিজ্ঞ আদালত প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর অতর্কিত হামলার ঘটনায় ছাত্রদের দায়ের করা মামলা তাদের প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় রাষ্ট পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস ও সাইফুদ্দীন সুমন। একরামুল হক জানান, পাইকগাছায় গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে। বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলা তাদের প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana