সর্বশেষ:

chatro somonnoyok porichoy dankarider biruddhe bikkhov somabesh

বটিয়াঘাটায় ছাত্রসমন্বয়ক পরিচয় দানকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

chatro somonnoyok porichoy dankarider biruddhe bikkhov somabesh
Facebook
Twitter
LinkedIn

খুলনা প্রতিনিধি :

রবিবার ২ ডিসেম্বর ২০২৪, দুপুরে বটিয়াঘাটা উপজেলা পরিষদ ও থানার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রসমন্বয়ক পরিচয় দানকারী ২ জনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বলা হয় বটিয়াঘাটা উপজেলার বিরাট এলাকার মারুফ হোসেন এর ছেলে তানভীর তামিম ও উপজেলার হেতালবুনিয়া এলাকার মৃত ওমর ফারুক এর ছেলে ওমর হামজা নয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রসমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারই প্রতিবাদে বটিয়াঘাটায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ওমর ফারুক, আবু নাঈম শেখ, কুদরত হোসেন, হাসান মাহাবুর সহ আরো অনেকে। উক্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্রদের দাবি বটিয়াঘাটা উপজেলায় ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিতে তাদের নাম অপসারণ করতে হবে। তারা সমন্বয়ক পরিচয় দিয়ে কোন সুযোগ-সুবিধা যাতে না নিতে পারবেনা এবং তারা কোন শালিসে অংশগ্রহণ না করতে পারে তা নিশ্চিত করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নীর সাথে সাক্ষাত করে তারা তাদের দাবি মৌখিকভাবে তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে পরামর্শ দেন যে, তারা যেনো খুলনা জেলার ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলে উপজেলা সমন্বয়ক নির্ধারন করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana