সর্বশেষ:

chatro neta bappi ke niye nana gunjon

ছাত্রনেতা বাপ্পিকে নিয়ে নানা গুঞ্জন, লড়তে পারেন নির্বাচনে

chatro neta bappi ke niye nana gunjon
Facebook
Twitter
LinkedIn

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অন্যতম নেতা সাজিদুল ইসলাম বাপ্পিকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে৷ সম্প্রতি তার পদত্যাগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

chatro neta bappi ke niye nana gunjonn

তবে এব্যাপারে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে কোনো তথ্য পাওয়া যায়নি৷ এদিকে খুলনার একটি অনলাইন পোর্টালে তাকে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করলে তীব্র প্রতিক্রিয়া জানান বাপ্পি। ক্ষমতার অপব্যাবহার, চাঁদাবাজি, বিকাশ ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন, ব্যাক্তিবিশেষকে সুবিধা প্রদান সহ নানান অভিযোগ উঠানো হয় এই ছাত্রনেতার বিরুদ্ধে৷

chatro netaa bappi ke niye nana gunjon

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, খুলনা ৩ (খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী) বা খুলনা ৬ (পাইকগাছা, কয়রা) এর যেকোনো একটি সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন এই ছাত্রনেতা৷ এই দুই আসনে নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে বাপ্পির৷ ইতিমধ্যে পাইকগাছা ও কয়রা উপজেলায় যাতায়ত বৃদ্ধির পাশাপাশি ওয়ার্ডভিত্তিক কার্যক্রম শুরু করেছেন ভিপি নূরের সাবেক এই সহযোগী। তাছাড়া খানজাহান আলী ও দৌলতপুর থানা এলাকায়ও ব্যাপক কর্মতৎপরতা রয়েছে ছাত্র অধিকার পরিষদের সাবেক এই নেতার৷ গুঞ্জন রয়েছে খুলনা ৩ আসন থেকেও নির্বাচন করতে পারেন তিনি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana