সর্বশেষ:

chadabaji-mamlar-asamike-greftar

চাঁদাবাজি মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

chadabaji-mamlar-asamike-greftar
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

খুলনা হতে চাঁদাবাজি মামলার ২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আবু হামজা বাঁধন ফুলতলা থানা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী আসলাম খানের বিরুদ্ধে ফুলতলা উপজেলার ১১ টি এতিমখানার সরকারী বরাদ্দকৃত চাউল আত্মসাৎ এর সহায়তাকারী হিসাবে সংবাদ পরিবেশন করে।নিউজ করার প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে ফুলতলা উপজেলা হতে আবু হামজা বাঁধন কাজ শেষে বাড়ী ফেরার পথে খানজাহান আলী থানাধীন ইস্টার্ণগেট বিদ্যুৎ অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে উপর পৌছালে উপরোক্ত ঘটনার জের ধরে সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুব দুই ব্যক্তি আবু হামজা বাঁধনকে গতিরোধ করে ও নিউজ করার কারনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকি দেওয়া সহ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে সাদমান খান সুপ্ত ও শোনেন মেহেবুবসহ অজ্ঞাতনামা আসামীরা বিভিন্ন ভয়ভীতি দেখানোসহ মেরে ফেলার হুমকী প্রদান করে। বাদী আসামীদের হাত থেকে বাঁচার জন্য ডাক চিৎকার দিলে আসামীরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আবু হামজা বাঁধন বাদি হয়ে খানজাহান আলী থানায় ০১ টি চাঁদাবাজি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকে আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার খানজাহান আলী থানাধীন আলক পল্লী স্কুল এলাকা হতে অভিযান পরিচালনা করে চাঁদাবাজী মামলার এজাহারনামীয় পলাতক আসামী ১। সাদমান খান সুপ্ত(২৪), পিতা-আসলাম খান, সাং-দামোদার প্রাইমারী, থানা- ফুলতলা ২।শোনেন মেহেবুব, পিতা-সেলিম সরদার, আলক পল্লী মঙ্গল স্কুলের পাশে দামোদর, থানা-ফুলতলা, জেলা-খুলনাদ্বয়’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কেএমপি খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana