সর্বশেষ:

chad dekha geche kal eid

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

chad dekha geche kal eid
Facebook
Twitter
LinkedIn

নিউজ ডেস্ক

বাংলাদেশের আকাশে আজ, রোববার, ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল, সোমবার (৩১ মার্চ), সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এ সিদ্ধান্তটি সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে গ্রহণ করা হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা, ড. আ ফ ম খালিদ হোসেন।

বৈঠক শেষে চাঁদ দেখা কমিটি জানায়, বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে একই ভৌগোলিক অঞ্চলের দেশগুলো যেমন পাকিস্তান, ভারত এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

অন্যদিকে, সৌদি আরবে আজ ঈদুল ফিতর উদ্‌যাপন শুরু হয়েছে। শনিবার হিজরি ১৪৪৬ সালের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি হয়েছে। এই ঘোষণা দুটি মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইট দ্য হারামাইন” ও ফেসবুক পেজ “হারামাইন শরিফাইন” থেকে এসেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana