পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দেলুটী ইউনিয়নে গেউয়াবুনিয়ায় শ্রীশ্রী বাসন্তী পূজা উপলক্ষে ১৬ দলীয় ডাবলস নকআউট ক্যারামবোর্ড টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিশারী সংঘের আয়োজনে মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী খেলায় চ্যাম্পিয়ন প্রিন্স সানা ও পিয়াল মিস্ত্রী, রানার্স আপ বরুন মন্ডল ও তন্ময় মন্ডল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট তন্ময় মন্ডল।
পরে সংঘের সভাপতি প্রকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মন্ডল, সম্পাদক অতনু কুমার মন্ডল, বিপ্রজিত মন্ডল, ক্রীড়া সম্পাদক তরুন কান্তি মন্ডল, দেবাশীষ মন্ডল, গোবিন্দ সরকার, টুটুল মন্ডল, তন্ময় মন্ডল, সব্যসাচী মন্ডল, দিপক মন্ডল ও সৈকত মন্ডল।