সর্বশেষ:

brikkho ropon kormosuchi

কয়রায় শান্তি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

brikkho ropon kormosuchi
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে ও প্রাকৃতিক সবুজ সবুজ পরিবেশ রক্ষার্থে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর শান্তি সংঘ ইশাস সংগঠনের উদ্যোগে  চারাগাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ইসলামপুর মধ্যপাড়া জামে মসজিদে প্রাঙ্গনে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অত্র সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন বলেন আমরা প্রতি বছর আমাদের এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন রকম সহযোগী করে থাকি। বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।

গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তারা। স্থানীয়রা জানান, ইসলামপুর শান্তি সংঘ ইশাস সংগঠনটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। ইসলামপুর শান্তি সংঘ ইশাস সংগঠন  প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রমে কাজ করে যাচ্ছে।

ইসলামপুর শান্তি সংঘ ইশাস সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে ও গরীব ও অসহায় মানুষদের বাড়ী বাড়ী যেয়ে এই গাছগুলো রোপন করে দিয়ে আসে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana