পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছা শিববাটি ব্রিজের টোল আদায় নিয়ে সড়ক বিভাগ সর্বসাধারণের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সড়ক বিভাগ খুলনার সহকারী প্রকৌশলী সাগর সৈকত। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ডাঃ পার্থ প্রতিম রায়,ওসি তদন্ত ইদ্রিসুর রহমান । উম্মুক্ত আলোচনা করেন পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, জামায়াত নেতা মহিবুল্লাহ,উপজেলা
বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,এনসিপি নেতা মেজবাহ ,সাংবাদিক এম মোসলেম উদ্দিন আহমেদ, আলাউদ্দীন রাজা, প্রকাশ ঘোষ বিধান, আবুল হাশেম,চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, চেয়ারম্যান ভারপ্রাপ্ত খোরশেদুজ্জামান,চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বদরুল আলম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ সরদার,ভ্যানচালক সমিতির সভাপতি সোহাগ হোসেন গাজী, তানভীর আহমেদ ও বাসমালিক সমিতির পক্ষ থেকে অমরেশ মন্ডল।
বক্তারা শিববাটি ব্রিজের টোল দুর্যোগ প্রবণ এ অঞ্চলের মানুষের গলার কাঁটা উল্লেখ করে স্থায়ীভাবে টোল মুক্ত করার দাবী জানান।সড়ক বিভাগ খুলনার সহকারী প্রকৌশলী সাগর সৈকত বলেন আমি সবার বক্তব্য নোট নিয়েছি ডিসি স্যারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।