সর্বশেষ:

bracker kormoshala onusthito

ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে ব্রাকের কর্মশালা অনুষ্ঠিত

bracker kormoshala onusthito
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন):

২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বটিয়াঘাটা ব্র্যাক এরিয়া অফিসে ব্র‍্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ সমাপ্ত নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

bracker kormoshala onusthitoo

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি, বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলামন( বিডিসি),সঞ্জয় ব‍্যানার্জী (জেন্ডার জাস্টিস আ‍্যান্ড ডাইভ‍্যারসিটি), ফিরোজ আহমেদ( ডিএম), সালেহা খাতুন(এ.ও), মোঃ হাদিউজ্জামান ( দাবী এরিয়া ম‍্যানেজার ), আব্দুল জলিল ( প্রগতি এরিয়া ম‍্যানেজার),রত্না কুমার কুন্ডু (উপজেলা এ‍্যাকাউন্স),উত্তম কুমার ( দাবী ম‍্যানেজার), মোস্তাক আহমেদ ( ম‍্যানেজার বিসিইউপি), সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক হিরামন মন্ডল সাগর, প্রশিক্ষণ গ্রহণকারী নতুন উদ্যাক্তা রেহেনা পারভিন, মনিরা বেগম, নাজমা, মিনারা,কারিমুল, মেহেদী হাচান, আরিফুর রহমান, উত্তম মিস্ত্রি, জয় বাওয়ালী, সোহান প্রমুখ। এসময় প্রধান অতিথি উদ্যাক্তাদের মাাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং সুপরামর্শ দেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana