এইচ এম সাগর হিরামন :
দীর্ঘদিন ধরে ঔষধ সংকটে ভুগছে দেশের সরকারি হাসপাতালগুলো। বিশেষ করে হাসপাতালের প্রয়োজনের তুলনায় ঔষধ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্প্রতি চাহিদার তুলনায় ঔষধ সরবরাহ কম হওয়ায় বটিয়াঘাটা সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকট আকার ধারণ করেছে। কোন কোন প্রয়োজনীয় ঔষধ তো একেবারেই নেই। এতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, যেসব ঔষধের ঘাটতি তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, অ্যাজমা সহ বিভিন্ন অসংক্রামক রোগের ঔষধ।
এসব জরুরী ঔষধ এর অভাবে চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা করতে জাইকার একটি প্রতিনিধি দল খুলনা জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন। গতকাল সকালে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, জাপানি প্রতিনিধি তামিকো ইশিইয়ামা, প্রোগ্রাম টিম লিডার তরুণ কান্তি হোড়, মনিটরিং অফিসার তাকদিরুল আওয়াল, স্থানীয় পর্যায়ে আরো উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মো: ওয়াহিদুজ্জামান (এমবিবিএস বিসিএস স্বাস্থ্য), ডাক্তার অভিজিৎ মল্লিক, সাংবাদিক হিরামন সাগর, উপজেলা সুপারভাইজার মো : রবিউল ইসলাম সহ আরো অনেকে। পরিদর্শনকালে প্রতিনিধি দল হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা ও ঔষধ সংকটের বিষয় খোঁজখবর নেন। পরে তারা অসংক্রামক রোগ বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন এবং হাসপাতালের ঔষধ সরবরাহ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে জাইকার এই মাঠ পর্যায়ের পরিদর্শন ও মূল্যায়ন সরকারি হাসপাতালগুলোতে চলমান ঔষধ সংকট নিরসনে ভূমিকা রাখবে।