বিশেষ প্রতিনিধি :
গত ২৪/৬/২০২১ ইং তারিখে খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন আ’লীগের কমিটির সকল প্রকার কার্যক্রম পরিচালনা স্থগিত ঘোষণা করেন ।
তারই ধারাবাহিকতায় গত ৬/১২/২১ইং তারিখে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় জেলা আ’লীগের নির্দেশনায় আলহাজ্ব মোতাহার হোসেন শিমুকে আহ্বায়ক ও রবীন্দ্রনাথ সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং প্রসাদ চন্দ্র রায়কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় । পরবর্তীতে জেলা আ’লীগ উপজেলা আ’লীগকে অবগত না করে উক্ত আহ্বায়ক কমিটি স্থগিত করেন। যা পত্র পত্রিকার মাধ্যমে জানা যায় । দীর্ঘদিন যাবৎ সুরখালী ইউনিয়ন আ’লীগ কোন কমিটি না থাকায় দলীয় কার্যক্রম সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৬ ডিসেম্বর উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভায় খুলনা জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকা প্রতিকের প্রার্থী ননী গোপাল মন্ডল’র নির্বাচনী প্রচার প্রচারণার লক্ষ্যে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে সর্ব সম্মতিক্রমে সুরখালী নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে একটি নির্বাচনী পরিচালনা আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
উক্ত কমিটিতে আলহাজ্ব মোতাহার হোসেন শিমুকে আহ্বায়ক ও রবীন্দ্রনাথ সরকারকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । হঠাৎ গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা আ’লীগকে কিছু না জানিয়ে জেলা আ’লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে উক্ত নির্বাচনী পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় ।
এতে করে উপজেলা আ’লীগ ও সুরখালী ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । যা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতিকের উপর প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান এবং সাধারণ সম্পাদক দিলীপ হালদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নির্বাচনে আহ্বায়ক কমিটিকে বহাল রেখে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা করার দায়িত্ব প্রদান করেছেন।