
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় পারিবারিক জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও পুকুরের মাছ জোরপূর্বক লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যানশ্রী এলাকার ভুক্তভোগী আশরাফ আলী গোলদার (৬৬) বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী মৌজায় অবস্থিত প্রায় ০.৮৫ একর জমি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী আশরাফ আলী গোলদার ভোগদখল করে আসছিলেন। উক্ত জমি জেলা রেকর্ড, এস.এ ও আর.এস খতিয়ান অনুযায়ী তাঁর নামেই রেকর্ডভুক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে উক্ত জমিতে চাষাবাদ ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, একই এলাকার আঃ রশিদ গাজী, মোহাম্মদ আলী শেখ ও ইউনিয়নের গাওঘরা এলাকার দিদারুল ইসলাম শেখ, কামরুল শেখ ও কওসার শেখ—জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে তারা সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক ভুক্তভোগীর পুকুর থেকে প্রায় ৫০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী আশরাফ আলী গোলদার বলেন, আমি বাধা দিতে গেলে আমাকে মারধরের হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের আশঙ্কায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিবাদীরা কোনো আইনগত কাগজপত্র না দেখিয়েই জমি ও পুকুর দখলের চেষ্টা করছে।
অভিযুক্ত আঃ রসিদ গাজির সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সম্ভব হয়নি।
আর এক অভিযুক্ত দিদারুল ইসলাম বলেন, এরকম কোন ঘটনাই ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
৩নং কল্যানশ্রী ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার বলেন, আশরাফ গোলদার আমাকে বিষয়টি অবগত করেছেন। আমি তাদেরকে সরাসরি থানায় যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।














