সর্বশেষ:

বটিয়াঘাটায় চিংড়ি চাষীদের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) খুলনা :

২৭ ডিসেম্বর শনিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী গ্রামে রূপালী মৎস্য এগ্রো ফার্ম পরিদর্শন শেষে স্থানীয় চিংড়ি ও মৎস্য চাষীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সরকার মৎস্য ও চিংড়ি চাষীদের উন্নয়নে নানামুখী সুযোগ-সুবিধা প্রদান করছে। আজ বাংলাদেশ মৎস্য উৎপাদনে অনেক দূর এগিয়ে গেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকার বিজিএফ কার্ড, জেলে কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে চাষীদের আরও আত্মনির্ভরশীল হতে হবে।

খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর,খুলনা বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মোঃ গোলাম হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন, খুলনার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, বটিয়াঘাটার উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার সেলিম আক্তার, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ শাজাহান চৌধুরীসহ চিংড়ি সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার ও মৎস্য চাষীবৃন্দ। মতবিনিময় সভায় ভেনামি চিংড়ি চাষের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana