সর্বশেষ:

botiaghata vandarkot lokkhikhola somobay somiti

বটিয়াঘাটায় ভান্ডারকোট লক্ষীখোলা সমবায় সমিতির অনিয়মের অভিযোগে নিরীক্ষা শুরু

botiaghata vandarkot lokkhikhola somobay somiti
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ভান্ডারকোট লক্ষীখোলা সমবায় সমিতি লিঃ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওশিয়ার রহমান মিঠুর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সমিতির সদস্য বাদ এবং সদস্য সংযুক্ত পূর্বক মনগড়া কমিটি গঠন করে সাধারণ সদস্যদের অর্থ আত্মসাৎ অভিযোগ উঠেছে । যার রেজিঃ নং ১১৮-কে-১০১৩ ।

এ ব্যাপারে সমিতির সাবেক সভাপতি মোঃ ফারুকুজ্জামান মৌলঙ্গী সহ অন্যান্য কর্মকর্তারা মিলে সংশিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কর্মকর্তা নিপা মন্ডল গতকাল রবিবার বেলা বারোটায় সরেজমিনে সমিতির স্থানীয় কার্যালয়ে পরিদর্শন করেন । এসময় উপস্থিত সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ সাবেক সাধারণ সম্পাদক ওশিয়ার রহমান মিঠুর ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব ইনামুল হোসেন খোকন বিরুদ্ধে সমিতির আয়-ব্যয়ের হিসেব সহ সমিতির নির্বাচনের দাবি তুলেছেন ।

উল্লেখ্য উক্ত সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওশিয়ার রহমান মিঠু পানি উন্নয়ন বোর্ডের মধ্যমে সমিতির সদস্যরা মিলে ১২ টি প্রকল্পে ১২ টি প্রকল্প কমিটি গঠন করে মোট ৭৮ লক্ষ টাকার খাল খনন করেন । খাল খননে ১২ প্রকল্পে মোট ২৪ লক্ষ টাকা ব্যয় হয় এবং প্রকল্পে সমিতির মোট লাভ হয় ৫৪ লক্ষ টাকা । সমিতির খাল খননের লভ্যাংশের ৫৪ লক্ষ টাকা ও সমিতির সদস্যদের মাসিক চাঁদার টাকা সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওশিয়ার রহমান মিঠু ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব মোঃ ইনামুল হোসেন খোকন মিলে আত্মসাৎ করার সত্যতা পাওয়া গেছে । এব্যাপারে সমবায় অফিসের পরিদর্শন কর্মকর্তার নিকট সমিতির সাবেক সভাপতি মোঃ ফারুকুজ্জামান মৌলঙ্গী সহ সকল সদস্যবৃন্দ সমিতির আয়- ব্যয়ের হিসাব সহ নির্বাচনের জোর দাবি জানিয়েছে ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana