সর্বশেষ:

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে সুনিল শুভ রায়ের সঙ্গে রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে সাংবাদিকদের মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সুনিল শুভ রায় বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি নির্বাচনী অভিজ্ঞতা, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সুনিল শুভ রায় বলেন, নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, খুলনা-১ আসনের ভোটাররা পরিবর্তন ও সুশাসন প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

মতবিনিময়কালে তিনি স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে রাজনীতি করাই তাঁর মূল লক্ষ্য।এ সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana