সর্বশেষ:

বটিয়াঘাটার পল্লীতে জোর করে গাছপালা কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ উঠেছে

Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি খুলনা :

ক্ষমতা আর গায়ের জোরে সম্পত্তির গাছপালা কেটে নেওয়া ও জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল গ্রামে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী হাসিব বিশ্বাস বটিয়াঘাটা থানায় মরিয়ম বেগম স্বামী-মৃত খলিলুর রহমান, লেওকত আলী গাজী পিতা-মৃত বাবর আলী, পিয়ারুল বিশ্বাস পিতা-মৃত মজিদ ও মতিউর রহমান পিতা-অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৩৬৪। ভুক্তভোগী হাসিব সহ তার পরিবার বলেন, সুন্দরমহল এলাকার জিন্নাত বিশ্বাস, আশরাফ বিশ্বাস, ওয়াজেদ আলী ও সাজ্জাদ আলীর নিকট থেকে আমার পিতা সেলিম বিশ্বাস, মাতা মৃত্যু হামিদা বেগম ও আমি হাসিব বিশ্বাস ৮৯ শতক জায়গা খরিদ করি।

বর্তমান হাললাগাত উক্ত জমির সব কাগজপত্র মিউটেশন,দাখিলা সব কমপ্লিট। অথচ উক্ত জমি এলাকার একটি মহল দখলের চেষ্টা করছে। আমি বাধা দিতে গেলে তাদের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে। উল্লেখ্য ইতোপূর্বে হুমকিদাতাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের পর থেকে তারা বিভিন্ন সময় আমাকে সহ আমার পরিবারকে ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অব্যাহত হুমকির ভয় বর্তমান আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভুক্তভোগী হাসিব বলেন,আমি একজন মুদি ব্যবসায়ী। বিবাদীগণ অত্যান্ত দুর্দান্ত ও খারাপ প্রকৃতির লোক। তাদের সাথে দীর্ঘ দিন ধরে আমার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমির জে, এল-৪৫, মৌজা-সুন্দরমহল, খতিয়ান নং-১০ দাগ নং- ১২৮, ২২২, ৫১৭, ৫২৫, ও ৩০৪ এর জমি

বিবাদীগণ আমার দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। এবিষয় মীমাংশা করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ চেষ্টা করলেও বিবাদীগণ তা অমান্য করিয়া আসছে। বিরোধীয় সম্পত্তিতে আমার রোপনকৃত মেহগনি গাছ, সিরিজ গাছ ও কলা গাছসহ অন্যান গাছপাল্য রয়েছে। তারা প্রায় আমার গাছপালা কেটে ক্ষতি সাধন করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গতকাল মতিউর রহমান মহাসিন বিশ্বাস, লেওক আলী গাজী, সহ অনেকে আমার সম্পত্তির সীমানার সামনে এসে গাছপালা কাঁটা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তারা আমার ও আমার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে বিবাদীগণ আমাদের মারার জন্য উদ্যত হয় এবং জীবনে শেষ করে ফেলবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় হুমকিদাতাদের দ্বারা যে কোন সময় আমার ও আমার পরিবারের জান মালের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকায় ভবিষ্যতের জন্য বটিয়াঘাটা থানায় ডায়েরী করি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana