সর্বশেষ:

বিদায় সব সময় কষ্টের ও বেদনার : বটিয়াঘাটা নির্বাহী অফিসারের বিদায় অনুষ্ঠানে বক্তারা

Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

বটিয়াঘাটা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলায় শেষ কর্মদিবস ছিলো তার। তারই কর্মস্থলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এস এম মুস্তাফিজুর রহমান। নির্বাহী অফিসারের বিদায় অনুষ্ঠানে বটিয়াঘাটা এসিল্যান্ড ও উপস্থিত বক্তারা বলেন, বিদায় সব সময় কষ্টের ও বেদনার।

কিছু মানুষের জন্য বিদায় হারিয়ে যাওয়ার উপলক্ষ্য মাত্র, আবার কিছু মানুষের জন্য বিদায় সহকর্মী ও গণমানুষের মানসপটে স্মৃতি স্বাক্ষর প্রদানের উৎসব। স্যার দ্বিতীয় ক্যাটাগরির মানুষ। স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন, সদা হাস্যোজ্জ্বল প্রেরণাদায়ী একজন মেন্টর হিসাবে। স্যার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নড়াইল জেলায় পদায়িত হয়েছেন। আমরা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

স্যার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যেমন সফল ছিলেন, তেমন ভাবেই স্যার তার চাকরি জীবনের প্রতিটি স্তরে সফলতা লাভ করুক, এ আমাদের প্রার্থনা।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন,আমাদের বটিয়াঘাটার সকলের দোয়া ও ভালোবাসা সব সময় আপনার সাথেই থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana