সর্বশেষ:

borodhan songroho karjokromer shuvo udhvodon

পাইকগাছায় বোরোধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ; লক্ষ্যমাত্রা ৪২৩ মেট্রিক টন

borodhan songroho karjokromer shuvo udhvodon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে ৪২৩ মেট্রিক টন বোরোধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সংশ্লিষ্ট খাদ্য বিভাগ। তথ্য অনুযায়ী এ বছর অত্র উপজেলায় ৫ হাজার ৯৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়। আবাদকৃত জমি থেকে ১৮ হাজার ২৪২ মেট্রিক টন বোরোধান উৎপাদন হয়েছে বলে উপজেলা কৃষি অফিস নিশ্চিত করেছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আলমগীর হোসেন, খাদ্য পরিদর্শক দেবলা শীল, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ, শাহেদুজ্জামান বাবু, মাহবুবুর রহমান, কৃষক আব্দুল খালেক, বিশ্বনাথ দাশ, অনাথ বন্ধু মন্ডল, ভবতোষ বাছাড়, আব্দুল মালেক, প্রণব সরদার ও সুভাষ সরকার।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana