পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি গাজী নামে ১জন নিহত ও সন্তোষ-সুভদ্রা সানা দম্পতি আহত হয়েছেন।
শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলায় আনিছ( ভুট্টোর) চিংড়ি ঘেরে শ্যাওলা পরিস্কার করা অবস্থায় মুশলধারে বৃষ্টিপাতের সময় বজ্রপাত ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত লাকি (৪৫) লক্মীখোলা গ্রামের তোফাজ্জল গাজীর ছেলে। আহত সন্তোষ (৫৯) ও তার স্ত্রী সুভদ্রা সানা( ৫২) এর বাড়ী চাঁদখালীর হেতালবুনিয়া গ্রামে।
বর্তমানে আহত সুভদ্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার স্বামী সুস্থ্য আছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ইন্সপেক্টর ( অপারেশন) রঞ্জন মিস্ত্রী বজ্রপাতে ১জনের মৃত্যু ও ২জন আহতের তথ্য দিয়ে জানান, নিহতের সুরোতহাল রিপোর্ট করা হয়েছে।
আহত সন্তোষ সানার ভাই আশুতোষ সানা বলেন,শনিবার সকালে লাকি, দাদা-বৌদিসহ ৪ জন শ্যাওলা পরিস্কারের কৃষান হিসেবে ভুট্টোর চিংড়ি ঘেরে কাজ করছিল। সকাল ৯ টার দিকে বৃষ্টি’র মধ্যে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে লাকি নিহত হয় ও দাদা-বৌদি আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
মুহুর্তেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে খবর পৌঁছে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল জানান, বজ্রপাতে আহত এক নারী’কে খুব খারাপ অবস্থায় ভর্তি করা হয়। এখানে তার চিকিৎসা চলছে এ মুহুর্তে অনেকটা সুস্থ্য হয়ে উঠেছেন।