অবশেষে দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন পাইকগাছা পৌরসভার ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন (৪৪)। তিনি ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এবং দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
ময়না তদন্ত শেষে রোববার তার মৃতদেহ গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় নেওয়া হয় বলে তার পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। মোশাররফ পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ড বাতিখালী গ্রামের কাজী কামাল উদ্দিন এর ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল ম্যাকানিক। মোশাররফ পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির বর্তমান কমিটির সহ সভাপতি এবং ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে নিজ বসতবাড়িতে একাধিকবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে মোশাররফ। ভোরে বমি করার সময় তার পরিবার তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়। বেসরকারি একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর শনিবার তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবার এবং দলীয় নেতাকর্মীরা শোকাহত হয়ে পড়ে। বিষপানের প্রকৃত কারণ জানা যায়নি তবে মোশাররফ মানসিক এবং শারীরিক ভাবে দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে। অনেকেই জানিয়েছেন কিছু দিন আগে ওয়ার্ড বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সে পরাজিত হয়। এরপর যেদিন রাতে সে বিষপান করে এদিন পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সে যে প্রার্থীর পক্ষ নেয় সে প্রার্থী পরাজিত হয়। শারীরিক অসুস্থতা, পারিবারিক নানান ঝামেলা এবং পর পর দুটি সম্মেলনের ধাক্কায় সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এ-সব নানা কারণে সে আত্মহত্যা করতে পারে এমনটাও মনে করছেন অনেকে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পৌরসভা বিএনপি। তার মৃত্যু খুলনায় হয়েছে এজন্য মৃত্যু সংক্রান্ত কোন তথ্য আমাদের কাছে নাই বলে জানিয়েছেন থানার ওসি রিয়াদ মাহমুদ।