
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। ২৩ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসএম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর ২৪ নভেম্বর সোমবার বিকালে এসএম এনামুল হক উপজেলার সীমান্ত কাশিমনগর পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। পরে শত শত নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে এনামুল হক কে উপজেলা সদরে নিয়ে আসেন। এসময় পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনামুল হক। এসময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন, খুলনার কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ও সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম সহ স্থানীয় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সরদার ফারুক আহমেদ, অ্যাডভোকেট ডভোকেট একরামুল হক বিশ্বাস, ইব্রাহিম গাজী, আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ইলিয়াস হোসেন, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি ও সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০২৪ সালের ৮ জুলাই এসএম এনামুল হক কে বহিষ্কার করা হয়।