
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনা – ৬ ( পাইকগাছা- কয়রা) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন নির্বাচনী এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে। প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা এবং চাওয়া পাওয়ার কথা শুনেছি। আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপির মহা উন্নয়ন পরিকল্পনার কথা তাদের কাছে তুলে ধরেছি, মানুষ বিএনপির পরিকল্পনা সাদরে গ্রহণ করে যেভাবে সাড়া দিয়েছে এবং সমর্থন করছে তাতে নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা করছি।
মনিরুল হাসান বাপ্পী ১৮ জানুয়ারি রোববার দুপুরে খুলনার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ-সব কথা বলেন। তিনি বলেন এলাকায় ভোটের উৎসব শুরু হয়েছে, মানুষ ১৭ বছর পর ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাপ্পী বলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি। ওই দলের যারা দেশ এবং মানুষের সাথে অন্যায় করেছে আইনগত ভাবে তাদের বিচার হবে। তবে যারা নিরপরাধ কিংবা নিরীহ তাদের ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই।
তাদের কে কেউ হয়রানি করবে না। বিএনপির উন্নয়ন পরিকল্পনা পছন্দ হলে তারা চাইলে বিএনপিকে ভোট দিতে পারবে। এতে আমাদের কোন আপত্তি থাকবে না। মনিরুল হাসান বাপ্পী বলেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের কোন এলাকা অবহেলিত থাকবে না, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে, প্রতিটি এলাকায় মিনি হাসপাতাল করে স্বাস্থ্য ব্যবস্থা কে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। কৃষি ও কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড প্রদান করা হবে। খাল ও নদ নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে।
শিক্ষা কে উপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। মানুষ স্বাধীন ভাবে কথা বলবে এবং গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মনিরুল হাসান বাপ্পী বলেন প্রশাসন এখনো নিরপেক্ষ ভাবে কাজ করছে তবে একটি গোষ্ঠী ভুল তথ্য দিয়ে পুলিশ ও প্রশাসন কে ব্যবহার করে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ কে হয়রানি করছে। এব্যাপারে প্রশাসন কে সতর্কতার সাথে কাজ করার আহবান জানান তিনি। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লিটন এ আর খান, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন ও ছাত্র নেতা রাশেদুজ্জামান। সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।














