
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
শনিবার দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও হাড্ডাহাড্ডি লড়াইর মধ্যে দিয়ে শেষ হলো বটিয়াঘাটা সুরখালী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক নির্বাচন। এবার নির্বাচনে বিজয়ী হয়েছে সভাপতি পদে মোঃ রাশেদ কামাল ও সাধারণ সম্পাদক পদে মো: শেখ হাফিজুর রহমান (হাফিজ)। বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার বেলা ১১টায় গাওঘরা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ রাশেদ কামাল ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ সাত্তার শেখ মোস্তফা ভোট পেয়েছে ১৫৮ টি। সাধারণ সম্পাদক পদে মোঃ শেখ হাফিজুর রহমান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ এনামুল হক পেয়েছে ১৭৬ ভোট। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে আজিজুর রহমান মোল্লা ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (সাঈদ বিশ্বাস) পেয়েছে ১৭৪ ভোট। এসময় ভোটকেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু,জেলা বিএনপি’র আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ শামীম কবির, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপি’র দপ্তর মোঃ শেখ মাসুদুজ্জামান মাসুদ, বিএনপি নেতা, মোঃ আরিফুজ্জামান দুলু সহ প্রমূখ। ## বটিয়াঘাটায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা