কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি সরকারের সাবেক তথ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তরীকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের সহযোগিতায় সোমবার বিকেল ৫ টার দিকে দলীয় কার্যালয়ে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, মুক্তা খানম মাহমুদা, মাসুদ খান চুন্নু ও আসাদুজ্জামান মিলন।