
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাইকগাছা উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারে শেষ হয়। বাঙালি সংস্কৃতির ধারক পহেলা বৈশাখ। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। নতুন বছরের প্রথম দিনে সকলে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। দিনটিকে ঘিরে এ বছর পাইকগাছায় নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পাইকগাছা উপজেলার শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।