সর্বশেষ:

বিয়ে বাড়ি থেকে পাইকগাছার কলেজ ছাত্রী নিখোঁজ

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার দীপ্তি সরকার নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার রাত দুইটার দিকে তালা উপজেলার গুনালী নলতা এলাকার বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কলেজ ছাত্রী। সে পাইকগাছার দেবদুয়ার মালো পাড়ার সুব্রত সরকার ও রঞ্জিতা সরকারের মেয়ে। দীপ্তি দরগাহপুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় তালা ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ হয়েছে। কলেজ ছাত্রীর সন্ধানে কাজ করছে পুলিশ। প্রেম ঘটিত কারণে নিখোঁজ হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে অনেকেই। কলেজ ছাত্রীর পিতা সুব্রত সরকার বলেন প্রায় মাস খানিক আগে মেয়ে দীপ্তি তার মামার বাড়ি ডুমুরিয়ার শোভনায় বেড়াতে যায়। এরপর ৩১ জুলাই বৃহস্পতিবার রাতে সে সাতক্ষীরার তালা উপজেলার গুনালী নলতায় তার মামার বিয়েতে যায়।

বিয়ে শেষে রাত দুইটার দিকে ফিরে আসার সময় দীপ্তি কে খুঁজে পাওয়া যায় না। রাতভোর খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বরপক্ষের লোকজন বাড়ি ফিরে আসে। মামা উজ্জ্বল বিশ্বাস বলেন দীপ্তি বিয়ে বাড়িতে মামা জয় বিশ্বাসের মোবাইল ব্যবহার করেছিল এছাড়া তেমন কোন সূত্র নাই। বিয়ের অনুষ্ঠান তালা উপজেলা হওয়ায় এ ঘটনায় তালা থানায় কলেজ ছাত্রীর পিতা সুব্রত সরকার লিখিত অভিযোগ করেন।

কলেজে লেখাপড়া করলেও তার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান কিংবা বুদ্ধি তার নাই এজন্য কেউ তাকে ফুসলাইয়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যেতে পারে তবে যেকোনো ভাবে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন প্রতিবেশি গৃহবধূ অনিতা রাণী রায়। গত দুই তিন দিনেও মেয়ের কোন সন্ধান না পাওয়ায় পাগল প্রায় কলেজ ছাত্রীর মাতা রঞ্জিতা সরকার।

সহজ সরল মেয়ে কে কেউ প্রলোভন দেখিয়ে অথবা অসৎ উদ্দেশ্যে তার হেফাজতে রাখতে পারে এমন আশঙ্কা করছেন তিনি। তালা থানার অভিযোগের প্রেক্ষিতে কলেজ ছাত্রীর সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পাইকগাছা থানার এসআই হাফিজুর রহমান হাফিজ। এ ঘটনায় উদ্বেগ এবং উৎকন্ঠার মধ্যে রয়েছে কলেজ ছাত্রীর পিতা মাতা। তারা দ্রুত মেয়ের সন্ধান চেয়ে পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana